যুবদল নেতা শাওন প্রধান হত্যার প্রতিবাদে রাজশাহী মহানগরের উদ্যোগে শোক র্যালী ও প্রতিবাদ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১০ পিএম, ৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১১:৫৫ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
যুবদল নেতা শাওন প্রধান হত্যার প্রতিবাদে র্যালী ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী মহানগর যুবদল। আজ বুধবার সরকারি মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়।
শোকর্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ম সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন। র্যালী পূর্ব সমাবেশ সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন।
বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি। সভাপরিচালনা করেন, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, জেলা যুবদল আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ রুহুল আমিন বাবলু, নাসিম খান, আতাউর রহমান বাধন, ফাইজুল ইসলাম ফাহি,কামরুজ্জামান মিলন, রফিকুল ইসলাম টফি, সালমগীর হোসেন,সোহেল রানা, আল মামুন বাবু,জামিলুর রহমান জামিল, মাইনুল ইসলাম মিন্টু, ঈষমাইল হোসন রাহি,রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান উদ্দিন রাহি, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, সাদ্দাম হোসেন সহ রাজশাহী জেলা যুবদলের নেতৃবৃন্দ। যুবদলের শোক মিছিল সাহেব বাজার প্রদক্ষিণ করে এক পর্যায়ে বিক্ষোভ মিছিলের রুপান্তরিত হয় এবং শেষে ভুবন মোহন পার্কে প্রতিবাদ সমাবেশ করে যুবদল নেতা কর্মীরা।