বিএনপি নেতা কামাল উদ্দিনের সুস্থতা কামনা করে বগুড়ায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৯ পিএম, ৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:১১ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
লন্ডনে অবস্থানরত বিএনপি নেতা কামাল উদ্দিন এর সুস্থতা কামনা করে বগুড়ায় জিয়া পরিবারের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জিয়া পরিবারের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল করা হয়।
দোয়া মাহফিল উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা যথাক্রমে সাবেক মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপি আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির সাবেক সভাপতি মাহবুর রহমান বকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, কে এম খাইরুল বাশার, সহিদ-উন-নবী সালাম, শহর বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।পরিবারের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল রাকিবুল ইসলাম শুভ ও উজ্জ্বল।