নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে টঙ্গীতে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকদলের মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৬ পিএম, ৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৪২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে টঙ্গীতে বিশাল শুভেচ্ছা মিছিল বের করে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল।
আজ বুধবার বিকেলে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হাওলাদারের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী চেরাগআলী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আরিফুল হক প্রধান শুভেল, যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন দিপু, মোখলেছ শাকিল পারভেজ, মো. কাউসার, মো. বাদল মিয়া, মো. পাবেল, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আহবায়ক আবু বক্কর, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, গাছা থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ইমতিয়াজ মুজতফা খান তুষার, যুগ্ম আহবায়ক সোবাহান আহমেদ স্বপন, মো. রাসেলসহ প্রমুখ।
স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা দেওয়ায় মিছিলকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শ্লোগান দেয়। একইসাথে স্বেচ্ছাসেবকদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানকে শুভেচ্ছা জানিয়ে শ্লোগান দেয়া হয়।