আবু সুফিয়ানের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৫ এএম, ৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:২৫ এএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক দায়েলকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অদ্য বেলা ১১ ঘটিকার সময় পূর্ব ষোল শহর ওয়ার্ড বিএনপি’র এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি রাহাত্তারপুল হয়ে এক কিলোমিটার, বহদ্দারহাট গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল বাশারের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নুর নবীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য এস এম নুরুল আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চান্দগাঁও থানা বিএনপি’র নেতা মোঃ আকতার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আবছার, ইয়ার মোহাম্মদ, অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপি’র নেতা মোঃ শফিউল্লাহ মামুন, মোঃ আলতাফ, মোঃ আলম, মোঃ নেজাম, মোঃ ফরিদ, মোঃ খোরশেদ, মোঃ আলী আকবর, মোঃ আবু তাহের, মোঃ ইউছুফ, ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম শহীদ, মোঃ বাদশা, মোঃ আজাদ, মোঃ রাশেদ, মোঃ মিন্টু, মোঃ সোলেমান, মোঃ হোসেন, আবু কালাম, মোঃ তানভীর, নুর আলম, মোঃ জসীম উদ্দীনসহ নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি নুরুল আলম তার বক্তব্যে বলেন, সরকার দেউলিয়া হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে আন্দোলনকে দমানোর চেষ্টা করে যাচ্ছেন, তাদের এই চেষ্টা কখনো সফল হবেনা। প্রতিবাদ সভার সভাপতি আলহাজ্ব আবুল বাশার তার বক্তব্যে বলেন পরিচ্ছন্ন একজন রাজনীতি বিদ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ানের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে সরকার আবারো প্রমান করেছেন তাদের দেউলিয়ার্ত জনগণের উপর স্টীম রোলার চালিয়ে রক্ত চুষে নিয়েও তাদের স্বাদ মিটাতে পারছেননা। জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্যেউর্ধ্বগতি, ঘনঘন লোড শেডিং, মূল্য স্থিতি নিয়ন্ত্রন করতে না পেরে বিএনপি’র পরিচ্ছন্ন নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে নিজেদের বাচার চেষ্টা করে যাচ্ছেন।
এই সরকার অবৈধ ভাবে ক্ষমতায় থাকার শক্তি হারিয়েছেন। অবিলম্বে আবু সুফিয়ানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক সকল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করুন। অন্যথায় গন আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র।