ফরিদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে হামলার প্রতিবাদে জেলা ছাত্রদলের প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২০ পিএম, ৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:১০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ফরিদপুরে গত ৪ সেপ্টেম্বর জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে কেন্দ্রিয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনসহ নেতাকর্মীর উপর যুবলীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বেলা ১২ টার সময় শহরের বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে শুরু হয়ে র্যাফেলস ইন হোটেলের সামনে এসে এক সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আল মামুন রতন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি কৌশিক আহমেদ অনিক, সহ-সভাপতি শামীম খান কায়েস, সহ সভাপতি অনিক খান জিতু, সহ সাংগঠনিক সম্পাদক এম মামুনুর রহমান, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্মরণ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পারভেজ খান, অর্থ সম্পাদক নাজমুল হাসান ,সহ দপ্তর সম্পাদক বায়োজিত, কোতয়ালী ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমন বিশ্বাস বাবু, যুগ্ন আহবায়ক রাশেদ প্রমুখ।