ধামইরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৩ পিএম, ৫ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১০:৫৭ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বিএনপি আজ সোমবার বিকেল ৩ টায় ধামইরহাট উপজেলা সদরস্থ আমাইতাড়া মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
গুম,খুন, জ্বালানি তেল, পরিবহন ভাড়া সহ প্রতিটি দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ২২ আগষ্ট থেকে প্রতিটি জেলা/ মহানগর, প্রতিটি উপজেলা / থানা ও প্রতিটি পৌর এলাকায় প্রতিদিন বিক্ষোভ, সভা, সমাবেশ করার অংশ হিসেবে আজ ধামইরহাট উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফেরদৌস খান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু বক্কর সিদ্দিক নান্নু, আহবায়ক নওগাঁ জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুবুর রহমান চৌধুরী চপল, সাবেক সভাপতি ধামইরহাট উপজেলা বিএনপি। আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী, সাবেক সহ সভাপতি নওগাঁ জেলা বিএনপি।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মোঃ মামুনুর রহমান যুগ্ম আহবায়ক নওগাঁ জেলা বিএনপি। শহিদুল ইসলাম টুকু, যুগ্ম-আহ্বায়ক নওগাঁ জেলা বিএনপি।
আরো বক্তব্য রাখেন, মমিনুল ইসলাম চঞ্চল, আখলাকুর রহমান রতন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আমিনুল হক বেলাল যুগ্ম-আহ্বায়ক নওগাঁ জেলা বিএনপি, কেএমএস মুসাব্বির শাফি, শফিউল আজম টুটুল আসাদুল ইসলাম, মনোয়ারুল কায়সার বুলবুল, রেজুয়ান হোসেন,আখরাজুল ইসলাম চৌধুরী, কামরুল হাসান চৌধুরী, সেলিনা আক্তার, বেলী খাতুন, মাসুদার রহমান, রুবেল হোসেন, ছাত্রদল জেলা সভাপতি, মামুন বিন ইসলাম দোহা, সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল, তৌহিদুল ইসলাম, যুবদল আহবায়ক ধামইরহাট উপজেলা যুবদল। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন, রুহেল হোসেন সুমন।
বক্তারা বলেন, যখন কেন্দ্র থেকে ডাক আসবে একদফার তখন একযোগে রাজপথে নেমে পড়তে হবে, আর সময় নেই ঘরে বসে থাকার।