আইন শৃঙ্খলা বাহিনীকে বেআইনী কাজ করতে বাধ্য করা হচ্ছে : রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫১ পিএম, ৫ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৫৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন,মানুষ ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছে। গুম খুনের আতঙ্ক মানুষের নিত্য সঙ্গী। আইন, বিচার, প্রশাসনকে সরকার কব্জার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। আইন শৃঙ্খলা বাহিনীকে বেআইনী কাজ করতে বাধ্য করা হচ্ছে। ফলে সমাজে দেখা দিয়েছে বিপজ্জনক বিশৃঙ্খলা। খুন, খারাবী, নারী, শিশু নির্যাতন, অপহরণ, গুপ্তহত্যা ইত্যাদি অনাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। কারণ সরকার যেখানে জনগণের প্রতিপক্ষ সেখানে মানুষের জানমালের কোন নিরাপত্তা থাকতে পারে না। সুতরাং জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। বর্তমান দু:সময়ে জনগণকে সংগঠিত করার কোন বিকল্প নেই।
তিনি বলেন,দুঃশাসন চালু রেখেই বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। এ জন্যই তারা বিরোধী দলকে দমন পীড়নের মাধ্যমে নিশ্চিহ্ন করার নীলনকশা বাস্তবায়ন করছে। তাই হত্যা, নির্বিচার গ্রেপ্তার, মিথ্যা মামলা সাজানোর জন্য পরিকল্পিত ঘটনা তৈরি করছে। এই কর্মসূচি বাস্তবায়ন করতে সরকার প্রশাসন ও পুলিশকে নির্লজ্জভাবে ব্যবহার করছে।
আজ সোমবার বিকেলে সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে এস এম জিলানী কে সভাপতি, রাজীব আহসান কে সাধারণ সম্পাদক, ইয়াছিন আলী কে ১নং সহ-সভাপতি, সাইফুল ইসলাম ফিরোজ কে ১নং যুগ্ম সম্পাদক, নাজমুল হাসান কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বাগত মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন। তিনি নতুন কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে এস এম জিলানী কে সভাপতি, রাজীব আহসান কে সাধারণ সম্পাদক, ইয়াছিন আলী কে ১নং সহ-সভাপতি, সাইফুল ইসলাম ফিরোজ কে ১নং যুগ্ম সম্পাদক, নাজমুল হাসান কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, ভোট ডাকাতির মাধ্যমে বর্তমান আওয়ামী সরকার রাষ্ট্রক্ষমতা দখল করে এক ভয়ঙ্কর দুঃশাসন প্রতিষ্ঠা করেছে। মানুষের কথা বলা, মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে এক নির্বাক রাষ্ট্র সমাজ গঠনের আয়োজন করেছে। জনগণের প্রতিবাদ বিক্ষোভে দিশেহারা হয়ে হঠকারী সিদ্ধান্ত নিয়ে সরকার পুরো দেশে এক ভয়ের সংস্কৃতি চালু করেছে। সরকার দুঃশাসন চালু করে মূলত জনগণের প্রতি প্রতিশোধ নিচ্ছে। বিএনপির ওপর নির্বিচারে হামলা সরকারের এক অশুভ পরিকল্পনার অংশ। এর দায় দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকেই বহন করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, হারুন আল রশীদ, মামুনুর রহমান, মাঈনুদ্দিন রাশেদ, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়ার যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, জহিরুল হক টুটুল, এম. আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই, আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, দিদার হোসেন, এমদাদুল হোসেন স্বপন, জাকির হোসেন, মাহবুব খালেদ, রাসেল খান, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, সাইফুল আলম দিপু, রবিউল ইসলাম, প্রচার সম্পাদক আকবর হোসেন মানিক, সাহিত্য সম্পাদক লুৎফর রহমান জুয়েল, তথ্য ও গবেষণা সম্পাদক নুর আলম, মানবাধিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, অর্থনীতি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক জহির ইসলাম, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ বাকের হোসেন, সহ-শিল্প সম্পাদক মোঃ পারভেজ, পাচঁলাইশ থানা আহবায়ক শফিউল আলম শফি, বায়েজিদ থানা আহবায়ক আলতাফ হোসেন, ডবলমুরিং থানা আহ্বায়ক আকতার হোসেন বাবলু, খুলশী থানা আহ্বায়ক রায়হান আলম, কোতোয়ালী থানা আহ্বায়ক এন মোঃ রিমন, বন্দর থানা আহ্বায়ক রিয়াজ উদ্দিন রাজু, বাকলিয়া থানা আহবায়ক মোঃ দুলাল মিয়া, চান্দগাঁও থানা আহবায়ক সাজিদ হাসান রনি, ইপিজেড থানা আহবায়ক ইউসুফ সুমন, আকবর শাহ থানা আহবায়ক হাসান মাহমুদ, ডবলমুরিং থানা সদস্য সচিব নোমান সিকদার সোহাগ, চান্দগাঁও থানার সদস্য সচিব শহীদুজ্জামান, কোতোয়ালী থানা সদস্য সচিব আবদুল্লাহ আল সোনামানিক, আকবর শাহ্ থানা সদস্য সচিব তৌসিফ চৌধুরী, বাকলিয়া থানা সদস্য সচিব শামীম আহমেদ, থানা যুগ্ম আহবায়ক আবু সালেহ আবিদ, জহুরুল ইসলাম জহির, মো.পারভেজ, জসিম উদ্দিন, সজল বড়ুয়া, কিং মোতালেব, জাহাঙ্গীর আলম, ইসমাঈল সুমন, মো. জামসেদ, মো.দেলোয়ার, শাহনেওয়াজ, আব্দুর রশিদ, সাদ্দাম হোসেন, আব্দুল মান্নান, ওয়াহিদুল আলম, মো.ফিরোজ, সাঈদ হোসেন বাপ্পী, মোক্তার হোসেন, আলাউদ্দিন, মো. রাশেদ, এনামুল হক ইমন, নুরুল ইসলাম, মো. ইদ্রিস সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ ।