সরকার কর্তৃক দ্রব্যমুল্য বৃদ্ধি প্রতিবাদে আদমদীঘি উপজেলা বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪০ পিএম, ৫ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৩:১৯ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশের মানুষ আজ নিঃস্ব হয়ে গেছে। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ডিজেলের কারনে সারের কারণে কীটনাশকের কারণে কৃষক তার জীবিকা হারিয়েছে, নিঃস্ব হয়েছে। এই হলো বাংলাদেশের কৃষকের চিত্র। তিনি এই সরকারকে পদচ্যুত করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান যেমন বলেছেন, মানুষের মুখে মুখে যেমন ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি বাংলাদেশের ফায়সালা রাজপথেই হবে।
আজ সোমবার বগুড়ার আদমদিঘী উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সোমবার বিকেল সাড়ে ৫ টায় বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামে গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধি এবং পুলিশ কর্তৃক গুলি করে ভোলায় জেলা ছাত্রদল সভাপতি শহীদ নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আব্দুর রহিমের এবং নারায়নগঞ্জে যুবদল নেতা শহীদ শাওন এর বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে ওই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে অন্যান্যের বক্তব্য রাখেন, প্রধান বক্তা বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক অ্যাড. একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাড: হামিদুল হক চৌধুরী হিরু, সাবেক ভিপি কে এম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ।