বাবুলের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে কৃষকদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪০ পিএম, ৫ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৩৬ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদল।
এ সময় বিক্ষোভকারিরা অবিলম্বে বাবুলের ওপর হামলাকারিদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে শ্লোগান দেয়।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ নগরীর বাগানবাড়ী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নতুন বাজার মোড় হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে।
এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক আকন্দ লিটন।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য আরও রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এফ.আই ফারুক।
সমাবেশে সভাপতির বক্তব্যে এনামুল হক আকন্দ লিটন বলেন, হামলা করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না। এই সরকার পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এতে কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।