নিহত স্বেচ্ছাসেবক দল নেতা ডাঃ সাগীরের সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিলেন সাজু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩০ পিএম, ৫ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৪৫ এএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ২০১৮ একাদশ নির্বাচন চলাকালীন সময়ে ক্রসফায়ারে নিহত মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল নেতা মরহুম ডাঃ সাগীরের দুই সন্তানের লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নিলেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব এস এ সিদ্দিক সাজু।
আজ সোমবার (০৫ সেপ্টেম্বর) এসময় বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজুর পক্ষ থেকে প্রতিমাসের "শিক্ষা খরচ ও উপহার সামগ্রী" ডাঃ সাগীরের পরিবারের হাতে তুলে দেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল ও মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কে, এম, ইয়াহিয়া সামী।