কাতারে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০০ পিএম, ৪ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৫৩ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
কাতার বিএনপির আয়েজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার দোহার নিউ জামান হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সহসভাপতি ইসমাইল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।
যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন কাজলের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহসভাপতি আব্বাস উদ্দীন, মোঃ জসিম উদ্দীন মোঃ আলী, আমিনুর রহমান, আবদুর রহিম, সাইন উদ্দীন রুহেল, ইয়াকুব খান, ফনি ভুষণ দাস, রিয়াজ,মাইন উদ্দীন, শাহাদাত হোসেন হৃদয়, ফজল কবির, আব্দুল বাকি, আহমদ নবী নোমান, আমিনুল ইসলাম সুমন, রফিক খান, ইন্জিনিয়ার আমানত আহমদ, আতিক আসলাম, তরিকুল আহমদ শাহাদত, মুরাদ হুসেন, আতিকউল্যাহ, রায়হান আহমদসহ বিপুলসংখ্যক সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বর্তমান সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে দূর্নীতিবাজ সিন্ডিকেটের কারনে।
অন্যদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দিন নারায়নগঞ্জে পুলিশের হামলায় যুব দলের শাওন প্রধানকে হত্যার ঘটনাসহ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে দলের নেতা-কর্মীদের আত্মত্যাগের কথা উল্লেখ করেন বক্তারা।পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন দোয়া করা হয়।