জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে তারাকান্দা বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৬ পিএম, ৪ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৪২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৮নং কামারিয়া ইউনিয়নের কাশিগঞ্জ বাজারে আজ রবিবার বিকাল ৪ টায় কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসাবে জ্বালানি তেল,পরিবহন ভাড়া,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং ভোলায় জেলা ছাত্রদল সভাপতি শহীদ নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আব্দুর রহিমের এবং নারায়নগঞ্জে যুবদল নেতা শহীদ শাওন এর বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন সরকার, সাবেক উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ, সাবেক ইউপি চেয়াম্যান শাছুল হুদা তালুকদার,এড্যা. আনোয়ার কাদের দুলাল বিএনপি নেতা শামীম তালুকদার,বীর মুক্তি যোদ্ধা ইদ্রিস আলী সরকার, হারুন মিয়া, বাবুল মাষ্টার, প্রফেসার নাদিম,ডাঃ নজরুল, বজলুর রশিদ, উপজেলা যুবদল নেতা খাইরুল ইসলাম,মুরাদ খান ছাত্রনেতা সাদ্দাম হোসেন, রুবেল মন্ডল সহ ৮নং কামারিয়া ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।