শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে পুলিশের বাঁধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৮ পিএম, ৪ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৯:০০ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন বিএনপির দ্ধি-বার্ষিক সম্মেলনে বাধা প্রদান করেছে থানা পুলিশ। এর ফলে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ রির্পোট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৭ টা) সম্মেলন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে নেতাকর্মীরা।
আজ রবিবার মাঝিড়া দক্ষিণপাড়া(বার্ণিঘাটা) গ্রামে বিএনপি নেতা নুরুল আজাদের বাড়ির খোলায় সম্মেলনের আয়োজন করে ইউনিয়ন বিএনপি। বিকেল ৪ টা থেকে শাজাহানপুর থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা সম্মেলনস্থলে অবস্থান নেয়। সম্মেলন শুরুর আগ মুহুর্ত বিকেল সাড়ে ৫ টার দিকে পুলিশ বাধা প্রদান করে দ্রুত মঞ্চ সরিয়ে নিতে বলে। এ কারণে সম্মেলন বাঁধাগ্রস্থ হয়।
মাঝিড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আজাদ বলেন, সম্মেলনের জন্য পূর্ব থেকে থানা পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া ছিল। কিন্তু সম্মেলনের আগ মুর্হুতে পুলিশ এসে বাধা দিয়ে মঞ্চ সরিয়ে ফেলে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
শাজাহানপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক শাহীন বলেন, সম্মেলনে পুলিশ বাধা প্রদান করেছে। পুলিশরাই ডেকোরেটারের লোকজন দিয়ে সম্মেলনের জন্য প্রস্তুতকৃত মঞ্চ খুলে ফেলেছে। অতিথি জেলা বিএনপির আহবায়কসহ নেতৃবৃন্দরা আসবেন। সম্মেলন সফল করার চেষ্টা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রউফ জানান, সম্মেলন স্থলের পাশে বগুড়া ক্যান্টনমেন্ট অবস্থিত। সেখানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয় একটি প্রোগ্রামে রয়েছেন। এ কারণে আজ সম্মেলন করতে নিষেধ করা হয়েছে।