আদমদীঘি ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৮ পিএম, ৩ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৪:২৫ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্য মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূর আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে কুন্দগ্রাম বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শাহানুর আলম তালুকদার মজনু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকুল হোসেন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস. মাসুদ আহম্মেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, বিএনপি নেতা বুলবুল ফারুক, মাহফুজুল হক টিকনসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সকল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।