রাজশাহীতে পুলিশী বাধা ভেঙে জেলা বিএনপি'র বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫১ পিএম, ৩ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১২:০৭ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ এবং সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা, গুলি বর্ষণ ও নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা মোঃ শাওন আহমেদকে হত্যার প্রতিবাদে আজ রাজশাহীর কাঁটাখালীতে রাজশাহী জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর অবহিত করনের আবেদন করে রাজশাহী জেলা বিএনপি'র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার। পুলিশ কমিশনার অফিস থেকে তা রিসিভ করে কিন্তু আজ বিকেল ৫ টায় সমাবেশ শুরুর আগেই পুলিশ সমাবেশের অনুমতি নেয় বলে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটি'র সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত এর সাথে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বাকবিতন্ডার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শুরু করে।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, চারঘাট পৌরসভা বিএনপির সভাপতি মোমিন হোসেন, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো, যুগ্ন আহবায়ক সাব্বির হোসেন মুকুট, রবিউল ইসলাম কুসুম, রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রোকুনুজ্জামান আলম, সিরাজুল ইসলাম, আলি হোসেন, গোলাম মোস্তফা মামুন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, চারঘাট পৌরসভা বিএনপির সভাপতি মোমিন হোসেন, চারঘাট উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন সরকার টিটু, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, যুগ্ন আহবায়ক সাব্বির হোসেন মুকুট,অরোন্য কুসুম, নাজমুস সাকিব প্লাবন, রনি হোসেন, সদস্য সানোয়ার হোসেন জাদু, রাশেদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাসান মোহাম্মদ আলী, যুগ্ন সম্পাদক শামীম সরকার প্রমুখ।