বগুড়ায় তারেক রহমানের কারামুক্তি দিবসে মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে মধ্যাহ্নভোজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৫ পিএম, ৩ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৭:১৭ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫তম কারামুক্তি দিবস এবং সমগ্র দেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় নিহতদের মাগফেরাত কামনা করে জিয়া সাইবার ফোর্স বগুড়া জেলা শাখার আয়োজনে গাবতলি উপজেলার লাঠিগঞ্জ এতিম খানা ও মাদ্রাসায় দোয়া মাহফিল ও এতিম বাচ্চাদের সাথে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
আজ শনিবার (০৩ সেপ্টেম্বর) জিয়া সাইবার ফোর্স বগুড়া জেলা শাখার সদস্য সচিব ফয়সাল মন্ডলের সঞ্চালনায় আহবায়ক এম রিমন হোসেন সনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল এর বিশেষ প্রতিনিধি কালাম আজাদ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন খান, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক এম কিশোর হাসান সনি, গাবতলী উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ। আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ন আহবায়ক সুমন, যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্সের জেলা যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ন আহবায়ক মহিলাদল নেত্রী মনিকা পারভিন, সোনাতলা উপজেলা ছাত্রদল নেতা রিজভী সহ গাবতলী উপজেলা পৌর জিয়া সাইবার ফোর্সের সকল নেতৃবৃন্দ।