যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৪ পিএম, ৩ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৮:০২ এএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা ও নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওনকে গুলি করে হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
আজ শনিবার (০৩ সেপ্টেম্বর) সকলে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা বিএনপির কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জলা বিএনপির সাধার সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা আব্দুল মালেক, মুন্সি কামাল আজাদ পাননু, আনোয়ারুল ইসলাম বাদশা, আলমগীর হোসেন, সাজেদুর রহমান পাপপু ও শাহজাহান আলী, মাহবুবুর রহমান শেখর, জিয়াউল ইসলাম ফিরোজ, আশরাফুল ইসলাম পিন্টু, নিজানুর রহমান সুজনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে বলেন, গুলি করে চলমান আন্দোলন বন্ধ করা যাবে। সমাবেশ থেকে যুবদল নেতা শাওন হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানানো হয়।