বিএনপি'র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর ছাত্রদলের মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪০ এএম, ৩ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০১:৫২ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং সারাদেশে রাজপথে পুলিশি আগ্রাসন ও হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার (০২ সেপ্টেম্বর) গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আজাদ এর নেতৃত্বে জয়দেবপুর শহরে গাজীপুর মহানগর ছাত্রদলের মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সারাদেশে জ্বালানী তেলের অস্বাভাবিক মুল্যবৃদ্ধি ও বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির চলমান আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীবাহিনী ও পুলিশি হামলার নিন্দা জানান।
মিছিলে মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা, কলেজ এবং ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন।