সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৩ এএম, ৩ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০১:৪৬ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, সারাদেশে সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশের হামলা এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শাওনকে পুলিশ কর্তৃক গুলি চালিয়ে পৈশাচিক ভাবে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শহরের পুরাতন বাসষ্টেশন হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কালীবাড়ি মোড়ে আসলে পুলিশী বাঁধার সম্মুখিন হয় এবং কালীবাড়ি মোড়ে তারা প্রতিবাদ সমাবেশ করেন।
সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি নাদের আহমদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল লতিফ জেপি, এডভোকেট মল্লিক মইনউদ্দিন সোহেল, এডভোকেট মাসুক আলম, এডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, আবুল কালাম আজাদ, আবুল মনসুর শওকত, আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সহ সভাপতি আব্দুল মতিন, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক বাহারুল ফেরদৌস প্রমুখ।