সাপাহারে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৩ এএম, ৩ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৪৮ এএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য আনান্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সাপাহার উপজেলা বিএনপির উদ্যোগে জয়পুর পেট্রল পাম্প এর সামনে থেকে উপজেলা বিএনপির আহব্বায়ক তসলিম উদ্দীনের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালী সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এসে আলোচনা সভায় মিলিতি হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুণ নুর, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেনু, উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক মোকলেসুর রহমান মুকুল, আব্দুর রহমান কল্লোল, যুগ্ন আহব্বায়ক শাহ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ,মোশারফ হোসেন, যুব দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, আক্কাস আলী,ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল, আব্দুল্লাহ আনছারী প্রমূখ।
এ সময় উপজেলানর ৬ ইউনিয়নের বিএনপি,যুবদল, ছাত্রদলের নেতাকর্মীগণ কর্মসূচী মিলন মেলাতে রুপান্তর করতে দলে দলে অংশ গ্রহণ করে আনন্দ র্যালী সফল ভাবে উদযাপন করেছে।