সোনাতলায় মোশারফ চৌধুরীর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৯ এএম, ৩ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৪:০৪ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক, ঢাকাস্থ বগুড়া জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মো: মোশাররফ হোসেন চৌধুরী আয়োজনে সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন পরিষদ চত্বরে বিশেষ দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে দেশবাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর আত্নার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের জন্য দোয়া কামনা করা হয়।
এসময় অত্র এলাকার আপামর জনসাধারণ ও বিপুল সংখ্যক মুসল্লীগণ উপস্থিত ছিলেন।