পুলিশের গুলীতে শহীদ শাওনের গায়েবানা জানাযা রংপুরে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩১ পিএম, ২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:৪৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
গত বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে নারায়ণগঞ্জে পুলিশের গুলীতে নিহিত শহীদ যুবদল নেতা শাওন প্রধানের গায়বানা জানাযা রংপুরে অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মা মহানগর বিএনপির উদ্যোগে নগরীর গ্র্যান্ডহোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাযার নামাজে ইমামতি করেন মওলানা নুরুর হক।
উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু , সদস্য সচিব অ্যাড. মাহাফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব আনিসুর রহমান লাকু, অ্যাড. সুফি কামাল, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, রংপুর মহানগর যুবদলের সহ সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, রংপুর মাহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম সহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।