ফুলছড়িতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৫ পিএম, ২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:১৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপির অয়োজনে একটি বিশাল র্যালী বের হয়। দলীয় কার্যালয়ে কেক কাটার পর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক ছাত্রদল নেতা ও জেলা বিএনপির সদস্য মঈনুল ইসলাম শামীম। উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়াহেদুল ইসলাম জয়ের পরিচালনায় এতে বক্তব্য দেন, শফিকুল করিম দোলন, এনামুল হক, টুকু মিয়া, মিজানুর রহমান টুটুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এ সরকার জুলুমকারী। তেল সহ নিত্য পণ্যের দাম আকাশ সমান বাড়িয়ে তারা জনগণের সাথে প্রতারনা করছে। দেশের মানুষ এসব জুলুম অত্যাচার মেনে নেবে না। তাই সময় এসেছে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তারা বলেন, দেশ কে বাঁচাতে ও মানুষকে বাঁচাতে হলে সবাইকে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।