যুবদলের শাওনের করব জিয়ারত করেন বিএনপি মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৫ এএম, ২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:১০ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শাওনের করব জিয়ারত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে গতকাল আমাদের ভাই, যুবদল নেতা শাওনকে এই ফ্যাসিবাদী, গণতন্ত্রহরণকারী সরকার গুলি করে হত্যা করেছে। শাওনের এই আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরো বেগবান করবে, গণতন্ত্রকে শক্তিশালী করবে।
গত দীর্ঘ একযুগ ধরে এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে, গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, রাজনৈতিক অধিকার হরণ করেছে, প্রতিটি জিনিসপত্রের দাম বেড়েছে এর প্রতিবাদে কথা বলা শান্তিপূর্ণ কর্মসূচি করার অধিকার কেড়ে নিয়েছে।
আজ শুক্রবার নারায়ণগঞ্জে শাওনের পরিবারকে শান্ত্বনা দেওয়ার পর বিএনপি মহাসচিব উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি বলেন, কয়েক দিন আগে ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বৈচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে পুলিশ গুলি করে হত্যা করেছে।
গতকাল একইভাবে শান্তিপূর্ণ কর্মসূচিতে মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, নেত্রকোনা, কুমিল্লা নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে হামলা করেছে,গুলি করেছে। বহু নেতাকর্মী আহত হয়েছে।
মির্জা ফখরুল বলেন, শাওন ব্যক্তিগত কারণে প্রাণ দেয়নি। সে প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্য,দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই জন্য আমরা আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ভাবে চালিয়ে যাব।
বিএনপি মহাসচিব বলেন, আমরা যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন হয়ে যাবে। তাই উচ্ছৃঙ্খল ভাবে নয়, শান্তিপূর্ণ ভাবে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরিয়ে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। পুলিশ ও আইনশৃঙ্খলা ভাইদের বলব, আপনারা আমাদের শত্রু নন, আপনারা এই দেশের সন্তান। এই দেশের স্বাধীনতা রক্ষা করা আপনাদেরও দায়িত্ব। আওয়ামী লীগের কথা শুনে নিরীহ জনগণের ওপর গুলি করা আপনাদের দায়িত্ব নয়। আপনারা অন্যায় হুকুম মানবেন না।
মির্জা ফখরুল নিহত যুবদলের শাওনের করব জিয়ারতও করেন। এসময় তার সাথে ছিলেন, বিএনপি সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, দিপু ভূইয়াসহ স্হানীয় নেতাকর্মী।