রাঙামাটি পার্বত্য জেলায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২১ এএম, ২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:১২ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাঙ্গামাটি পার্বত্য জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেছেন, আওয়ামী লীগ বিএনপির প্রতিষ্ঠা করা গণতন্ত্রকে নষ্ট করছে, সাধারণ মানুষের অধিকার ক্ষুন্ন করেছে, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করে দেশের সাধারণ মানুষকে অসহায় করে তুলেছে। আওয়ামী লীগের নেতারা এখন আবুল তাবুল বকছে, আওয়ামী লীগ এই মুহুর্তে আইসিইউতে আছে। এখন তাদের বিদায়ের পালা।
গতকাল বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মামুন উর রশিদ মামুন বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশে বিভিষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছিল। এ কারণেই দেশের রাজনীতি শূন্যতার এক কঠিন প্রেক্ষাপটে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। আজকেও এইদিনে দেশে আওয়ামী দুঃশাসন চলছে। ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য।
রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, মনি স্বপন, অ্যাডভোকেট দ্বীপেন দেওয়ান, সাবেক পৌর মেয়র সাইফুল ভুট্টো, জেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান পারুল ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বির সহ অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া রাঙ্গামাটি পার্বত্য জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে দলের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন হয়েছে।