হালুয়াঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুঃস্থদের মাঝে নতুন কাপড় বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৬ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৩৩ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ময়মনসিংহে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুঃস্থ অসহায়দের মাঝে নতুন কাপড় বিতরণ করেছে উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালমান ওমর রুবেল।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) বিকেলে উপজেলার ধারা বাজার এলাকায় শতাধিক দুঃস্থ অসহায়দের মাঝে এই নতুন কাপড় বিতরণ করা হয়।
এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন এই বিএনপি নেতা।
পরে উপজেলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল।
এতে উপজেলা বিএনপির সদস্য ডা: কবীর মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এবং আনোয়ার হোসেন মেম্বারের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একই ইস্যুতে ধোবাউড়া উপজেলা সদরে র্যালী করেছে বিএনপি। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল ফজল, আজিজুল হক, শহীদুল্লাহ মেম্বার প্রমূখ উপস্থিত ছিলেন।