বিএনপি সম্মুখ মুক্তিযোদ্ধাদের দল : লুৎফুর রহমান কাজল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪০ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:০১ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, আজকে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি না হলে সৃষ্টি হত না বিএনপি, এই গনতান্ত্রিক দল বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শবান নেতা, একজন সফল মুক্তিযোদ্ধা, বিএনপি হচ্ছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, বিএনপি যুগে যুগে সাধারণ মানুষের সাথে ছিল এবং সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।
এই কেন্দ্রীয় নেতা আরো বলেন, আওয়ামীলীগ বিএনপির প্রতিষ্ঠা করা গনতন্ত্রকে নষ্ট করছে, সাধারণ মানুষের অধিকার ক্ষুন্ন করেছে, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি করে দেশের সাধারণ মানুষকে অসহায় করে তুলেছে, আওয়ামী লীগের নেতারা এখন আবুল তাবুল বকছে, আওয়ামিলীগ এখন আইসিইউতে আছে, এখন তাদের বিদায়ের পালা, বিএনপি রাস্তায় নামছে, এই সরকার পতন আন্দোলনে সবাইকে সাথে থাকার আহ্বান জানান, এসময় এই কেন্দ্রীয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশে যে সকল বিএনপি নেতাকর্মী মৃত্যুবরণ করেছে সবার আত্মার মাগফেরাত কামনা করেন।
কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ নূর সওদাগর, পৌর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মসউদুর রহমান মাসুদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ হাবিব, জেলা কৃষকদলের সদস্য সচিব শরিফ উদ্দিন বাবুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুল হক সোহেল, জেলা যুবদলের সহ-সভাপতি ফরিদুল আলম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির উদ্দিন মনির, সিনিয়র সহ-সভাপতি সরওয়ার রুমন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাশেদুল হক, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম মিজান, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফারুক আজম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান লাভলু, পৌর শ্রমিক দলের সভাপতি আবছার কামাল, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোতাহার হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম রাশেদুল করিম রাশেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান সিকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাব উদ্দিন সহ কক্সবাজার জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।