ঐতিহাসিক বিপ্লব উদ্যানে রাউজান উপজেলা বিএনপির পুষ্পস্তবক অর্পন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৭ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৩৭ এএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌরসভার উদ্যোগে নগরীর দুই নাম্বার গেইট সংলগ্ন ষোলশহর বিপ্লব উদ্যানে আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে।
রাউজান উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফিরোজ আহমেদ, রাউজান পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক এস এম ইউসুফ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল হুদা চেয়ারম্যান, পৌরসভা বিএনপির যুগ্ন আহবায় মুহাম্মদ সোহেল এর নেতৃত্বে রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী মিছিল সহকারে বিপ্লব উদ্যানে সমবেত হন।
পূষ্পস্তবক অর্পন শেষে রাউজান উপজেলা বিএনপির একটি র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপি নেতা মোজাহার হোসেন, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মাসুদ আলম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকরাম মিয়া, রাউজান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জানে আলম, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মুসা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজম, আনোয়ার শাহ, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম, জানে আলম, ইয়ারহান, উপজেলা ছাত্রদল নেতা মুহাম্মদ ছোটন, বাপ্পা, মোহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ শফি, আলমগীর, বেলাল উদ্দিন সহ অনেকে।