মাগুরার শালিখা উপজেলা বিএনপি কর্তৃক ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৪ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:২৯ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়াস্থ উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালের কারামুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফার হোসেন (টুকু)।
উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাজী ইমদাদুল হক সোনা, সাবেক সভাপতি উপজেলা বিএনপি, শহিদুজ্জামান শহিদ যুগ্ম-আহবায়ক শালিখা উপজেলা বিএনপি, কাইজার হোসেন সহ-সভাপতি মাগুরা জেলা যুবদল, সুমন মুন্সি সদস্য জেলা যুবদল, মুন্সি মুস্তাক আহমেদ সিনিয়র-যুগ্ম আহবায়ক শালিখা উপজেলা যুবদল, টুটুল হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক মাগুরা জেলা ছাত্রদল, তিতাশ বিশ্বাস সদস্য সচিব,শালিখা উপজেলা ছাত্রদল, দেওয়ান বনি ইয়ামিন, খালিদ হাসান, আলামিন হোসেন, মুরসালিন হৃদয় যুগ্ম-আহবায়ক, শালিখা উপজেলা ছাত্রদল সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।