রংপুরে বিএনপি‘র প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালীতে পুলিশের লাঠি চার্জ, আহত ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৪ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৩৪ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
রংপুরে বিএনপি‘র প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালীতে পুলিশ লাঠি চার্জ করেছে। এতে মহানগর বিএনপি‘র আহ্বায়ক সমাসুজ্জামান সামু ও সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন সহ ১০ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে রংপুর মহানগর ও জেলা বিএনপি নগরীর গ্র্যান্ডহোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র্যালী বের করে। র্যালীটি রংপুর প্রেসক্লাব অভিমূখে যাবার পথে তেতুল তলা জামে মসজিদের সামনে পুলিশ ব্যারিকেট দেয়।
এ সময় পুলিশের সাথে জেলা ও মহানগর বিএনপি‘র নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়। নেতাকর্মীরা ব্যরিকেট ভেঙ্গে র্যালী করতে চাইলে পুলিশ অতর্কীতে লাঠি চার্জ শুরু করে। পুলিশের সাথে মিছিল কারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হয়ে এই ঘটনার প্রতিবাদে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন,মহানগর বিএনপি‘র আহ্বায়ক সমাসুজ্জামান সামু ,জেলা বিএনপি‘র আহ্বায়ক সাইফুল ইসলাম,সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর কমিটির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
তারা বলেন, এই সরকার ক্ষমতা হরানোর ভয়ে এতটা ভীত হয়ে উঠেছে যে, তারা বিএনপি‘র প্রতিষ্ঠা বাষির্কীর র্যালীতেও বাধাঁ দিচ্ছে। যা শান্তিপূর্ণ কর্মসূচী। পুলিশের এই বর্বরোচিত হামলার তিব্র নিন্দা জানিয়ে নেতাকর্মীগন আগামী দিনের গনতান্ত্রিক কর্মসূচীতে অসাংবিধানিক ভাবে হস্তক্ষেপ করলে এর সমুচিত জবাব দেয়া হবে বলে হুশিয়ারী দিয়েছেন।
পরে এক প্রেস ব্রিফিং এ বিএনপি নেতারা এই ঘটনার তিব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচার দাবী করেছেন। এ ঘটনায় রংপুরে বিএনপি নেতাকর্মী দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। পরে বিএনপি‘র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং বেগম জিয়ার রোগ মুক্তি কামনা সহ ভারপ্রাপ্ত সভাপিত তারেক রহমানের সু স্বাস্থ্য ও মহানগর বিএনপি‘র সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মরহুম মোজাফ্ফর হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে বিএনপি নেতাকর্মী ও দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এই দোয়া মাহফিল পরিচালনা করেন, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি এনামুল হক মাজেদী।