পুলিশি বাঁধায় মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পন্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৫ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:০৫ এএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে বিএনপির ৪৪ তম প্রতিষ্টা বার্ষিকী অনুষ্ঠান পন্ড হয়েছে।
মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও শহরে লাঠিসোটা নিয়ে মহড়া দিতে থাকে। সকল বাঁধা বিপত্তি উপেক্ষা করে আজ সকাল ১১টার দিকে একটি বিশাল মিছিল শহীদ রফিক সড়কে পৌছামাত্র পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের উপর লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করলে নেতাকর্মীরাও পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে।
এরপর দুপর দেড়টার দিকে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল ৯টা দিকে একটি শান্তিপূর্ন মিছিল বের করা হয়। মিছিলটি খালপাড় এলাকায় পৌছালে পুলিশ বাধা সৃষ্টি করে। এসময় পুলিশ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এই ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পুলিশ জানায়, নেতাকর্মীদের বিচ্ছিন্ন করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে সদর থানার ওসি আব্দুর রউফ সহ তিন পুলিশ সদস্য আহত হন। পরিবেশ শান্ত করতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।