কুড়িগ্রামে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৩ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৫৩ এএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনাসভা করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের পুরাতন পোষ্ট অফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে র্যালী বের হয়ে কাপড় মার্কেটে আসলে পুলিশ বাঁধা দেয়।
পরে সেখানেই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র সহ সভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপি নেতা শাহিন শেখ রন্জু, মাজেদুল ইসলাম তারা, সফিকুল ইসলাম সফিক, অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ, নিরপেক্ষ ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন।
অন্যদিকে শহরের দাদা মোড় মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র অপর একটি মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,দুপুরে থানাপাড়া থেকে একটি বণ্যাঢ্য র্যালী বের হয়ে জিয়াবাজার দাদামোড় প্রদক্ষিণ করে।
কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু, যুগ্ম সম্পাদক, আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, ড্যাব সভাপতি ডাঃ তাজুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডঃ বজলুল রশিদ, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান খলিল, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুর রহমান, জিয়া পরিষদ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পুতুল, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব আরমান হোসেন, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল সহ নেতৃবৃন্দ।