পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৭ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:০৭ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
পিরোজপুরে পুলিশের বাঁধা উপক্ষো করে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয় মিলনায়তের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন পুলিশ তাদের বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বাঁধা দিচ্ছে। নেতা-কর্মীদের আসার পথে ও রাস্তায় কোন সমাবেশ বা মিছিল করতে দিচ্ছে না।
আলোচনা সভায় জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন সভাপতিত্বে এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস ছালাম বাতেন সহ জেলা বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দেশকে অগণতান্ত্রিক সরকারের হাত থেকে মুক্ত করতে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়ে গেছে। গণতন্ত্রকে মুক্ত করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আনতে জাতীয়তাবাদী শক্তির আদশের সৈনিকরা সবসময় মাঠে থাকবে।