ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৮ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:১২ এএম, ৮ ডিসেম্বর,রবিবার,২০২৪
ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দলের অস্থায়ী জেলা কার্যালয়ে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক অধ্যাপক আবদুল খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন ও আনোয়ার হোসেন পাটোয়ারীসহ জেলা ও উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।