ভোলায় বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫২ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৫৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ভোলায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উলক্ষ্যে আলোচনা কার্যালয় চত্বরে সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি লিটন, সহসভাপতি ফেরদাউস আহন্মদ, সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম প্রমুখ। এসময় বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ভোলায় আমাদের দুই ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে। এখনও তার কোন বিচার হয়নি। তাদের পরিবার হত্যার বিচার চেয়ে মামলা করেছে। পুলিশের করা মামলায় আমরা জামিনে থাকার পরেও পুলিশ ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে হয়রানী করছে। এখন তাই আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন করা হবে। আর এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।