ঝিনাইগাতীতে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫০ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:২৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার দুপুরে শিমুলতলী এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুস সালাম। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউর রহমান, হিরা মান্নান, উপজেলা যুবদলের মাসুম বিল্ল্যাহ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন, কৃষক দলের রেজাউর রহমান প্রমুখ।