বগুড়ার শেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৫ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৪১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাদল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুরে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে শহরের খেজুরতলাস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের পর সকাল ১১ টায় এক র্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় র্যালী পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ শফিকুল আলম তোতা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই সিদ্দিকী হেলাল, শেরপুর শহর বিএনপির সাবেক আহ্বায়ক ইসাহাক আলী সরকার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম হিরু, শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক-২ শফিকুল ইসলাম শফিক, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, বিএনপি নেতা হাফিজার রহমান হাফিজ, শেরপুর উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, সাবেক ছাত্র নেতা নাহিদুর রহমান নাহিদ, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, সবাইদুল ইসলাম, শেরপুর শহর যুবদলের আহবায়ক শাহাবুল করিম, যুগ্ম আহ্বায়ক সাব্বির আলম নোটন, আসিকুর রহমান আসিফ, যুবদল নেতা শহিদুল ইসলাম, আব্দুল লতিফ লিটন, তুহিন ইখতিয়ার, সোহানুর রহমান রাসেল, সাইদুজ্জামান সজীব, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব নূরুল ইসলাম নূর, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওসার আলী কলিন্স, সদস্য সচিব দুলাল হোসেন, যুগ্ম আহবায়ক শোয়াইব আহম্মেদ চপল, মিলন হাসান, তাহেরুল ইসলাম, শহর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওন, শেরপুর শহর বিএনপি নেতা শফিকুল ইসলাম রিপন, মাহফুজুর রহমান লেবু, উপজেলা শ্রমিকদলের সভাপতি সাইফুল ইসলাম, শহর সহ-সভাপতি প্রবাসী সালাম, মহিলাদল সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার পুঁটি, পৌরসভা মহিলাদল নেত্রী শাহনাজ পারভিন, ডিনা, কুসুম্বী ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাপ, গাড়িদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাসেদ, সাধারণ সম্পাদক বাবলুর রহমান বাবলু, খামারকান্দি ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহসভাপতি কায়কোবাদ, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান তবি, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক হাফিজার রহমান, বিশালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ভবানীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রশিদ মুকুল, গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম, সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বিপ্লব, সাধারণ সম্পাদক কে, এম মানিক, সংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সিমাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব হোসেন তালুকদার, শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সংগঠনিক সম্পাদক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মন্ডল, উপজেলা ছাত্রদল নেতা নাসিব ওয়াহিদ প্রান্ত, জাকারিয়া হোসেন বাকী প্রমুখ।