এই আওয়ামী সরকার দেশের জনগণ ও বিএনপিকে ভয় পায় : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪১ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:২৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, এই সরকার দেশের জনগণ ও বিএনপিকে ভয় পায় বলেই এখনো বিভিন্ন জেলায় বিএনপির সভা, সমাবেশে হামলা করছে। কারণ তারা জানে যদি আমরা সভা-সমাবেশ করি তাহলে সরকারের সকল অপকর্ম আমাদের সত্য কথার মাধ্যমে উঠে আসবে, তাদের মুখোশ জনগণের কাছে উম্মোচন হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন। ক্ষমতায় যাওয়ার আগে সাধারণ মানুষকে কথা দিয়ে ছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, বিনামূল্যে সার দিবে। আজ চাল ও সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
এই অবৈধ সরকার সব চেয়ে বেশি নির্যাতন করেছে বিএনপি পরিবারকে। বিএনপি সব চেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত। বর্তমান সরকার সব চেয়ে বেশি ভয় পায় এ দেশের জনগণ ও বিএনপিকে। তাই এই সরকারকে আর কোন ভাবেই সুযোগ দেওয়া যাবে না। তিনি সরকার পতনের আন্দোলনে রাজপথে বিএনপি নেতাকমীদের এক সাথে থাকার আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের স্টেশন রোডে গণমিছিল শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্যে দেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
এর আগে বৃষ্টি উপেক্ষা করে বিশাল গণমিছিল দড়িপাড়া পুরাতন বাইপাস মোড় থেকে বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে।