বকশীগঞ্জে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৬ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:১৩ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
জামালপুরের বকশীগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার দুপুরে পালিত হয়েছে। আজ সকাল ৭ টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম কারী, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান তালুকদার, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. আশরাফ, নজরুল ইসলাম, মো. শহীদুল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের আহবায়ক শাকিল তালুকদার, সাধুরপাড়া ইউনিয়নের আহবায়ক গাজীউর রহমান গাজী, কৃষকদল নেতা নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীমসহ প্রমুখ। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশকে অগণতান্ত্রিক সরকারের হাত থেকে মুক্ত করতে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়ে গেছে। গণতন্ত্রকে মুক্ত করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আনতে জাতীয়তাবাদী শক্তির আদর্শের সৈনিকরা সবসময় মাঠে থাকবে। পাশাপাশি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলাবাসীর নয়নের মনি ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখা হবে।