চট্টগ্রাম মহানগর জাসাস এর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৮ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৩৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাসাস এর উদ্যোগে আজ বৃহস্পতিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমর স্মৃতি বিজড়িত ২নং গেইটস্থ বিপ্লব উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় আহবায়ক কমিটির অন্যতম সদস্য আমিনুল ইসলাম এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কালে চট্টগ্রাম মহানগর জাসাস এর আহবায়ক লায়ন এম এ মুছা সভাপতিত্বে ও সদস্য সচিব মামুনুর রশিদ শিপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির অন্যতম সদস্য আমিনুল ইসলাম বলেন, শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম এবং মানবপ্রেম থাকায় দেশে জনগণের মতামতের সার্বিক মূল্যায়ন করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সকলের রাজনৈতিক অধিকার নিশ্চিত করে দেশ ও জাতির কল্যাণে শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।
তিনি আরো বলেন, বর্তমান ভোট বিহীন প্রশাসন নির্ভরশীল সরকার প্রতিনিয়ত বিভিন্ন কায়দা কৌশল করে বিএনপির প্রতিষ্ঠাতা লৌহ মানব জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যা এদেশের সাধারণ মানুষ ভালো করেই বুঝে গেছে। তিনি জাসাসের নেতা-কর্মীদের সামনের দিনগুলোতে তারেক রহমানের নেতৃত্বে দলীয় সকল কর্মসূচী বাস্তবায়নের আহবান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন, জাসাস চট্টগ্রাম মহানগর এর যুগ্ম আহবায়ক প্রকাশক শেখ জামিল হোসেন, যুগ্ম আহবায়ক লায়ন আব্দুল মান্নান, জাসাস নেতা মহিউদ্দিন জুয়েল, এস এম তারেক, শরীফ মোঃ গোলাম কিবরিয়া, মোঃ জহির হোসেন, আকবর থানা জাসাসের সভাপতি আব্দুল হান্নান শিবলী, আকবর থানা সাধারণ সম্পাদক রিপন ভান্ডারী, সদরঘাট থানা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, মোঃ লিটন, মোঃ সিরাজুল ইসলাম, দুলাল ভান্ডারী, মোঃ রুবেল, আব্দুল হামিদ সোহাগ প্রমুখ নেতৃবৃন্দ।