নানা আয়োজনে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৭ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৫২ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
নানা আয়োজনে মধ্যে দিয়ে রাজশাহীতে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ও পায়রা উড়ানোর মধ্যে দিয়ে দিনের কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরে দেশ জাতী ও অসুস্থ্য বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর সুস্থ্যতা কামনা ও মৃতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
এ সময়ে তিনি বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে যখন দেশের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিলো। খুন, জখম, চুরি, ডাকাতী ও এক মুঠো খাবারের অভাবে যখন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। কাপড়ের অভাবে নেট পরিধান করে লজ্জা নিবারন করছিলো, ঠিক সময়ে বাংলার রাখাল রাজা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের উন্নয়নের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের হাল ধরেন।
পরবর্তীতে নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ১৯৭৮ সালে তিনি জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। তাঁর হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র শুরু হয়। এই দল দ্রুত সময়ে মানুষের আস্থার জায়গায় পরিণত হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরনের পরে তাঁরই সুযোগ্য সহ-ধর্মীনি এই দলের হাল ধরেন এবং এখন পর্যন্ত তিনি শক্তহাতে দলকে পরিচালনা করেছেন। এছাড়াও তাঁর সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের এখন অনেকটাই মূখ্য ভূমিকা পালন করছেন জানান তিনি।
তিনি আরো বলেন, বতর্মানে দেশের অবস্থা অত্যন্ত খারাপ। নিত্যপন্যের মূল্য আকাশচুম্বি হওয়ায় সকল পন্য জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। সরকার জ্বালানী ও ভোজ্য তেল নিয়ে সেলেসমাতি করছে। একবার ৫০ভাগ বাড়াচ্ছে, আবার সেইপন্যই মানুষকে ধোকা দেয়ার জন্য ৩-৪ ভাগ মূল্য কমাচ্ছে। আবার কয়েকদিন যেতে না যেতেই্ আবার তেলের বাড়িয়ে দিচ্ছে। মোট কথা দেশের জনগণকে নিয়ে সরকার তামাশা করছে। এই তামাশা আর করতে দেয়া হবেনা। আগামীতে কঠোর আন্দোলনের মাধ্যমে এই বিনা ভোটের সরকারকে বিতারিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে বলে উল্লেখ করেন প্রধান অতিথি।
রাজশাহী মহানগর বিএনপি;র আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদার সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক শঢিকুল ইসলাম শাফিক এর সঞ্চালনায় কর্মসূচীতে উপস্থিত ছিলেন মহানর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জয়নাল আবেদিন শিবলী, আসলাম সরকার ও বজলুল হক মন্টু, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।