লোহাগড়ায় বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাতাবার্ষির্কী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৭ এএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৩৯ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
নড়াইলের লোহাগড়ায় বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাতাবার্ষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে লোহাগড়া উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি র্যালি শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আজ বৃহস্পতিবার সকালে লোহাগড়ার লক্ষীপাশা নিরিবিলি পিকনিক স্পটের হলরুমে এক আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এসএম শাহিন বিপ্লবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা সহ-সভাপতি আসাদুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলি হাসান, সাংগঠনিক সম্পাদক এসএম ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতানুজ্জামান সেলিম, সাবেক ভিপি শফিকুল ইসলাম সবুজ, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আবুহায়াত সাবু, আহবায়ক সদস্য রেজাউল করিম মিন্টু, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ, জেলা কৃষকদলের আকবায়ক এনামুল কবির চন্দন, লোহাগড়া পৌর সভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিলু শরিফ, পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম রবি, সদস্য সচিব শেখ হেলাল, সেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক মোল্যা আকিদুল ইসলাম, লোহাগড়া কলেজ শাখার ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকদলের আহবায়ক আকতার হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এসএ সাইফুল্লাহ মামুন, সেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহবায়ক আহবায়ক মিলন গাজী, কোটাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহম্মেদ, লাহুড়িয়া বিএনপির সভাপতি আঃওহাব, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, শালনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উজ্জ্বল কাজী, উপজেলা যুবদলের আহবায়ক সদস্য নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন এলাকার বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোয়া মাহফিল শেষে তোবারকের আয়াজেন করা হয়।