‘আধুনিক বাংলাদেশ বিনির্মাণে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন’ : ইবিতে সাদা দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৭ এএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:১১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছিলেন। কিন্তু দুর্ভাগ্য! কিছু দুষ্কৃতকারী মানুষের হাতে তাকে অপ্রত্যাশিতভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল। তিনি আরও বলেন, এই দল আগামীতে গণতন্ত্র এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে। আজকের এই দিনে এটাই আমাদের প্রত্যাশা ও কামনা করি।
আজ বৃহস্পতিবার জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ^বিদ্যালয়ে র্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্তর থেকে একই ব্যানারে র্যালি বের করে ইসলামী বিশ^বিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক সংগঠন 'সাদা দল' এবং জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সাদা দল এবং কর্মকর্তা ও কর্মচারী ফোরামের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম ও অধ্যাপক ড. মুজাহিদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি আব্দুল মঈদ বাবুল, সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম, শফি উদ্দিন, শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, মীর সিরাজুল ইসলাম রিপু, মোয়াজ্জেম হোসেন, খন্দকার আব্দুল মজিদ, সাইদুর রহমান রুবেল ও খোয়াজ আলী এবং জাতীয়তাবাদী কর্মচারী ফোরামের সভাপতি আমিরুল ইসলাম, মোজাম্মেল হক, বিল্লাল হোসেন, শাহিনুর ইসলাম, রয়েল ইসলাম, মজনুর রহমান, জাকির হোসেন ও আব্দুর রাজ্জাক প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।