বর্তমান সরকার সার্বিক ক্ষেত্রে ব্যর্থ : পৌর মেয়র সাইফুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৭ পিএম, ৩১ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৩৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বগুড়ার গাবতলী পৌরসভার মেয়র বিএনপি নেতা সাইফুল ইসলাম বলেছেন, জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি ছাড়াও বর্তমান আওয়ামী লীগ সরকার সার্বিক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। ফলে এ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আবদুর রহিমকে পুলিশের গুলিতে হত্যা করার প্রতিবাদে আজ বুধবার বগুড়ার গাবতলী পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে স্থানীয় রেল ঘুমটিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ৩নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান আতোয়ার, যুবদল নেতা তাজুল ইসলাম, শ্রমিকদল নেতা শফিকুল ইসলাম, সুমন মিয়া, ছাত্রদল নেতা আব্দুল গনি।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, সাবেক যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম, বর্তমান সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, বিএনপি ও অঙ্গদলের আবু হাসনাত শাহীন, মতিউর রহমান মতি, আফসার আলী মিজু, আব্দুল গফুর, আব্দুল মান্নান, কামরুল ইসলাম, শ্যামল তরফদার, মোশারফ হোসেন, আব্দুল হান্নান, ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, ওবায়দুর রহমান জ্যাক, মোস্তাফিজুর রহমান মোস্তা, আব্দুল্লাহ, মোজাম, কনক, সবুজ, মাসুম, বুলবুল, দৌলত, নিপুন, সনি, সাব্বির, সেলিম, মিজানুর, রবিউল, বাবু, শাওন, আঃ ওহাব, পারভেজ, মইনুল, নাহিদ, কামাল, আলিফ, রিয়াদ, রহিদুল, জিল্লুর, আনিসার, আরিফুল, সুমন প্রমুখ। সমাবেশ শেষে পৌর মেয়র সাইফুল ইসলামের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।