সরকার দুঃশাসন চালু করে মূলত জনগণের প্রতি প্রতিশোধ নিচ্ছে : আবু সুফিয়ান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০১ পিএম, ৩১ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৩৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের ধানের শীষের সংসদীয় প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন.ভোট ডাকাতির মাধ্যমে বর্তমান আওয়ামী সরকার রাষ্ট্রক্ষমতা দখল করে এক ভয়ঙ্কর দুঃশাসন প্রতিষ্ঠা করেছে। মানুষের কথা বলা, মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে এক নির্বাক রাষ্ট্র সমাজ গঠনের আয়োজন করেছে। জনগণের প্রতিবাদ বিক্ষোভে দিশেহারা হয়ে হঠকারী সিদ্ধান্ত নিয়ে সরকার পুরো দেশে এক ভয়ের সংস্কৃতি চালু করেছে। সরকার দুঃশাসন চালু করে মূলত জনগণের প্রতি প্রতিশোধ নিচ্ছে। বিএনপির ওপর নির্বিচারে হামলা সরকারের এক অশুভ পরিকল্পনার অংশ। এর দায় দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকেই বহন করতে হবে।
আজ বুধবার নগরীর ৪৩ নং আমিন শিল্পঅঞ্চল সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আয়োজিত গণ মিশিল প্রধান অতিথির ভাষনে এ কথা ভলেন। ৪৩ নং আমিন শিল্পঅঞ্চল সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট এফ. এ সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী কামরুল ইসলাম ও নগর যুবদলের যুগ্ম সম্পাদক এরশাদ হোসেনের যৌথ সঞ্চালনায়।
এতে আরো বক্তব্য রাখেন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসকান্দর মির্জা, আনোয়ার হোসেন লিপু, মহানগর বিএনপির সাবেক সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু মুছা, নগর বিএনপির সাবেক সহ-প্রকাশনা সম্পাদক আব্দুল হাই, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আসলাম, পাঁচলাইশ থানা যুবদলের আহ্বায়ক মোঃ আলী শাকি, নগর যুবদলের যুগ্ম সম্পাদক হুমায়ন কবির, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নগর যুবদলের যুগ্ম সম্পাদক তৈহিদুল ইসলাম রাসেল, নগর বিএনপি নেতা রঞ্জিত বড়ুয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সি, ৪২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাবের আহমদ টার্জন, যুবদল নেতা শেখ রাসেল, মাহবুবু রহমান, বিএনপি নেতা ডাঃ ফরহাদ তালহা, নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফকরুল ইসলাম শাহিন, ৪৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মুজিবুল হক মজু, যুগ্ম সম্পাদক মনির খসরু, সাংগঠনিক সম্পাদক সেলিম আনসারী, বিএনপি নেতা সালামত আলী, নগর স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক আকবর হোসেন মানিক, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিউদ্দিন রুবেল, নগর বাস্তহারা দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, ৪৩নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, বিএনপি নেতা আবুল বশর, মোঃ আশেক প্রমূখ।