নাঙ্গলকোটে আ'লীগ-বিএনপির দফায়-দফায় সংঘর্ষ : ওসি ও শিক্ষার্থীসহ আহত শতাধিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫১ পিএম, ৩১ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৫৬ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
কুমিল্লার নাঙ্গলকোটে আওয়ামী লীগ-বিএনপির দফায়-দফায় সংঘর্ষে থানার ওসি ও স্কুল শিক্ষার্থীসহ প্রায় শতাধিক আহত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পৌরবাজার রেলগেইট ও লোটাস চত্বরসহ আশে-পাশের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করেন। এসময় থানার ওসি ফারুক হোসেনসহ ৪জন পুলিশ সদস্য আহত হয়েছে। সংঘর্ষে পৌরসদরের লোটাস চত্বর ও আশে-পাশের এলাকার স্থাপনা বিএনপির অফিসসহ বিভিন্ন দোকানপাট ভাংচুর করা হয়। তাছাড়া একটি মোটরসাইকেলসহ ব্যানার ও বেশকিছু ফেস্টুনে অগ্নি সংযোগ করা হয়েছে। পুলিশের নিক্ষিপ্ত টিয়ার শেলের গ্যাসে নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৭ জন শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সংঘর্ষে বিএনপি কর্মী মাইন উদ্দিন, স্বপন, রাসেল, নুরনবী ও ফরহাদসহ ১০-১৫জন গুরুতর আহত হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার আবদুল মন্নান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের হাসপাতালে দেখতে যান।
জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে ভয়াবহ লোডশেডিং, জ্বালানী তৈল, গ্যাস, বিদ্যুতসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন ও বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে বুধবার সকালে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুঁইয়ার নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৌরবজারের খিলা সিএনজি চালিত অটোরিক্সা স্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরবাজার অতিক্রম করার সময় অপরদিক থেকে আসা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একটি মিছিল মুখোমুখি অবস্থান করলে দু‘পক্ষের মধ্যে অন্তত দুই ঘন্টা পর্যন্ত দফায়-দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
বিএনপির বিক্ষোভ সমাবেশের বক্তব্যে আবদুল গফুর ভূঁইয়া বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। আওয়ামী লীগ সরকার জ্বালানী তৈলের মূল্য বৃদ্ধি করে দুর্নীতির মাধ্যমে হাজার-হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। হাজার-হাজার টাকা নিয়ে বাজার করতে গেলেও শন্তিতে বাজার করতে পারি না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইভিএমের মাধ্যমে ভোট চান। কিন্তু বিএনপি চায় আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আওয়ামী লীগের শ্লোগান হচ্ছে, আমার ভোট আমি দেব, অন্যের ভোটও আমি দেব। তিনি অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক ছাদেক হোসেন ভূঁইয়া বলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির নেতৃত্বে নাঙ্গলকোটে সার্বিক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার নেতৃত্বে শন্তিপ্রিয় নাঙ্গলকোটকে আজ অশান্ত করে ব্যাপক তান্ডবলীলা চালানো হয়। তিনি সংঘর্ষের ঘটনায় তাদের কোন নেতা-কর্মী আহত হয়নি বলে জানান।
সংঘর্ষের ঘটনার বিষয়ে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া বলেন, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ সংক্ষিপ্ত করে চলে যাওয়ার পথে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আমাদের নেতা-কর্মীদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমাদের প্রায় শতাধিক নেতা-কর্মী আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অন্ততঃ ২০জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ আমাদের নেতা-কর্মীদের হয়রানিসহ অনেককে গ্রেফতার করেছে।
কুমিল্লা পুলিশ সুপার আবদুল মন্নান বলেন, পুর্ব অনুমতি ছাড়া বিএনপি সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা বিনা উস্কানিতে পুলিশের উপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাংচুর করেছে। হামলায় থানার ওসিসহ ৪জন পুলিশ সদস্য আহত হয়।