ফরিদগঞ্জে বিএনপির নেতা মঞ্জিলের বহিষ্কারাদেশ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৯ পিএম, ৩১ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ১০:০০ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি, সাবেক মেয়র মঞ্জিল হোসেন ভিপির বহিষ্কারদেশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে। গত ৩০ আগস্ট মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি মঞ্জিল হোসেন ভিপিকে হস্তান্তর করেন। যাহার স্মারক নং- বিএনপি/প্রত্যাহার/৭৭/৫৫/২০২২।
এদিকে মঞ্জিল হোসেনের বহিষ্কারদেশ প্রত্যাহারের চিঠি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এবং বিভিন্ন স্তরের নেতা কর্মীরা তাকে অভিনন্দন জানাতে থাকেন। উক্ত খবর শুনে বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মী ফুল দিয়ে মঞ্জিলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিএনপির এই নেতাকে অভিনন্দন জানাতে আসেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক মাসুদ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন শিপন, যুবদল নেতা ভাগিনা রুবেল, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন, যুগ্ম আহবায়ক সোহাগ পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাকির পাটওয়ারী, পৌর স্বেচ্ছাবেসক দলের আহবায়ক আরিফ পাটওয়ারী, সদস্য সচিব আব্দুস ছবুর পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, জেলা ছাত্রদলের সদস্য আশিকুর রহমান পাটওয়ারী, পৌর ছাত্রদলের সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু প্রমুখ।
এ সময় মঞ্জিল বলেন, আমার বহিষ্কারদেশ প্রত্যাহার করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, মহাসচিব মির্জা ফখরুল, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সমন্বয়ক এম এ হান্নানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ফরিদগঞ্জবাসীর অফুরান্ত ভালোবাসায় আমি আমার পদ ফিরে পেয়েছি এজন্য মহান রাব্বুল আলামিন এর দরবারে শুকরিয়া করছি।