খালেদা জিয়া ও মোমেন মুন্নার রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জে যুবদলের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৩ পিএম, ৩১ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ১০:০৪ এএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং করোনায় আক্রান্ত যুবদলে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার রোগ মুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনায় মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩১ আগস্ট) দুপুরে ফতুল্লাস্থ ভূঁইগড় কাজীবাড়ি এলাকার একটি মাদ্রাসার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার রোগ মুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান রনি'র সঞ্চালনায় দোয়া মাহফিলে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুর রহমান স্বপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল খান, রাসেল রানা, শাহিন আহমেদ, আরিফুজ্জামান ইমন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, আঃ খালেক টিপু, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, বন্দর উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন শিশির, যুগ্ম আহ্বায়ক সম্রাট হাসান সুজন, দেলোয়ার হোসেন শাহ্সহ নেতৃবৃন্দ।