ফেনীতে আবদুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০০ এএম, ৩১ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:১৪ এএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
ফেনীতে বিএনপি'র কেন্দ্রীয় নেতা আবদুল আওয়াল মিন্টুর গাড়ী বহরে হামলা ও মামলার প্রতিবাদে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩১ আগস্ট) সকালে মিছিলটি ট্রাংক রোড থেকে শুরু হয়ে খেজুর চত্তর হয়ে ইসলামপুর রোডে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সহ সভাপতি আব্বাস পাটোয়ারী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কপিল উদ্দিন পাঠোয়ারী, সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ গণ শিক্ষা বিষয়ক সম্পাদক সাফায়েত হোসেন নাদিম, জিকু, ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম, ফুলগাজী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাজী আবদুল আলিম বাবু, সোনাগাজী পৌর ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম রিংকু, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার সাইফুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান পলাশসহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ।