জয়পুরহাটের দোগাছি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০২ পিএম, ৩০ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:১৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং ছাত্রদল নেতা নুর আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে জয়পুরহাটের দোগাছি ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাটের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফয়সাল আলিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন চৌধুরী পাহিন, সহ- তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আরও বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহফুজ শুভ, ছাত্রনেতা রাব্বি, জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১ নং সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন ফারুকসহ বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিকদল কৃষকদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।